বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় পুকুর ভরাট করার সময় বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনুস ও হাবিব। তারা ওই এলাকার কন্ট্রাক্টর বাড়িতে মামুন চৌধুরীর বাসায় ভাড়াটিয়া এবং দিনমজুরের কাজ করতেন।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যুবক আটক
স্থানীয়রা জানান, রাতের আঁধারে কন্ট্রাক্টর বাড়ির একটি পুকুর ভড়াট করার কাজ করছিলেন শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক ঘটনাস্থলে পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে এবং একটি একটি করে ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিল। আর সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস, হাবিবসহ অন্যান্য শ্রমিকরা।
ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকার পাশ থেকে বালু সরানোর কাজ করছিলেন ইউনুস ও হাবিব। আর ওই সময় ট্রাকটি পেছনের দিকে গেলে এর চাকার নিচে চাপা পড়েন ইউনুস ও হাবিব। এতেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, ২ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।