নাটোরের সিংড়ায় খাদ্যে বিষক্রিয়ায় ফিমা খাতুম ও ফারিয়া খাতুন নামে দুই বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহতরা হলেন- উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের ১৫ বছর বয়সী মেয়ে ফীমা ও ১০ বছরের ফারিয়া। ফীমা বাদুপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এবং ফারিয়া মালকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, তার ইউনিয়নের মালকুড় গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের ১৫ বছর বয়সী মেয়ে ফীমা ও ১০ বছরের ফারিয়া বুধবার রাত ১১টার দিকে খাবার খাওয়ার পর উভয়ের পেটে ব্যাথা শুরু হয়। তাদেরকে পার্শ্ববর্তী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নাটোরে ঘরে আগুন লেগে নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩
তিনি আরও জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফীমার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ছোট বোন ফারিয়াকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ (বৃহস্পতিবার) সকাল ৭টায় সেখানে তার মৃত্যু হয়।
মালয়েশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রী আকলিনা বেগম মেয়েদের খাবার খেতে দিয়ে নামাজ পড়ছিলেন। মেয়েরা খাবার খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর পেটে ব্যাথা ও বমি শুরু হয় বলে প্রতিবশিদের বরাত দিয়ে জানান ইউপি চেয়ারম্যন।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দুপুরে প্রবাসীর বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে বলে জানান পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত