বরিশাল নগরীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালকসহ অপর আরোহী আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর কাশিপুর রাব্বি ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনুশকা (১৮) ভোলার চরফ্যাশনের রসূলপুর গ্রামের লেরতা বাজার এলাকার আবু জাহেরের কন্যা।
আরও পড়ুন: রানীশংকৈলে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
আহতরা হলেন- নগরীর কাশিপুর এলাকার আবুল হোসেনের ছেলে শাওন (২০) এবং মুলাদী উপজেলার ৪নং গাছুয়া এলাকার জুবায়ের আহমেদ (২০)।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি জানান, নগরীর নথুল্লাবাদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সাকুরা পরিবহনের একটি বাস। একটি মোটরসাইকেলে কিশোরীসহ তিনজন নথুল্লাবাদের দিকে যাচ্ছিলো। এসময় কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই মেহেদি আরও জানান, সাকুরা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে।
এছাড়া ঢাকাগামী যাত্রীদের সাকুরা পরিবহনের অপর একটি বাস এসে নিয়ে রওনা হয়েছে বলে জানান এসআই মেহেদি।
বরিশাল শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাইনুল বলেন, বাস ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত কিশোরী আনুশকাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। এছাড়া আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।