বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ১ কোটি ৫০ লক্ষ চিংড়ি রেনু পোনা জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রুপাতলীর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে এই চিংড়ি রেনু জব্দ করা হয়।
আরও পড়ুন: ওজন বাড়ানো ও সতেজ রাখতে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি!
এই ঘটনায় আটক জাকির, লিটন, রিয়াজ ও টুলুকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: বিগত অর্থবছরে চিংড়ি রপ্তানি বেড়েছে
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ সদর থানার ইনচার্জ এসআই অলোক চৌধুরী বলেন, কলাপাড়া থেকে ট্রাকে করে গলদা রেনু পোনা খুলনার উদ্দেশে যাওয়ার খবরে রুপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালালে ঢাকা মেট্রো ট -১৬-৭২৭২ ট্রাকটি জব্দ করা হয়।ট্রাক থেকে ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
আরও পড়ুন: খুলনাঞ্চলে হিমায়িত চিংড়ির আন্তর্জাতিক বাজার পরিধি কমছে
তিনি বলেন, ট্রাকের সাথে থাকা ৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিশাত তামান্না তাদের সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।