বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ইংরেজী (আবশ্যিক) ১ম পত্রে অনুপস্থিত ছিলেন ৯০৭ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকালে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইনবিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নতুন সিলেবাসে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
তিনি জানান, বিভাগের ছয় জেলায় ১৮৭ টি পরীক্ষা কেন্দ্রে সোমবার মোট ৮৭ হাজার
৬৯২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে এরমধ্যে
অংশগ্রহণ করেছে ৮৬ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ৯০৭
জন। অর্থাৎ শতকরা ১ দশমিক ৩ শতাংশ পরীক্ষার্থী এদিন অনুপস্থিত ছিলেন।
বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতদের মধ্যে বরিশাল জেলায় ২৭০ জন, পটুয়াখালীতে ১৮৫ জন, ভোলায় ১৭০ জন, পিরোজপুরে ১১৬, বরগুনায় ৯৪ জন ও ঝালকাঠিতে ৭২ জন রয়েছে।
অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে- বরিশালে তিনজন, ভোলায় দুইজন এবং পটুয়াখালীতে একজন পরীক্ষার্থী রয়েছে।
আরও পড়ুন: এসএসসির বাংলা ১মপত্র খারাপ হওয়ায় খুলনায় পরীক্ষার্থীর আত্মহত্যা!