চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র বহিষ্কৃত নেতা লেয়াকত আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর বিকালে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার, হ্যান্ডকাপ ও ওয়াকিটকি উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূর আহমেদ।
তিনি বলেন, ‘একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত বাঁশখালী থানা থেকে আমাদের রিকুইজিশন দেয়া হলে অভিযান চালিয়ে আলোচিত সেই লেয়াকত আলীকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম সুমন বলেন, একটি মামলায় ইউপি চেয়ারম্যানকে লেয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠিয়ে দেন।
জানা গেছে, নানা ঘটনায় লেয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালী থানাসহ চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলা ও হত্যা মামলাসহ ১৮টিরও অধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, ‘দীর্ঘদিন ধরে এস এস পাওয়ার প্লান্ট কয়লা বিদ্যুৎ এলাকায় নানা সমস্যা সৃষ্টি করে আসছিল লেয়াকত আলীর অনুসারীরা। এদিকে বর্তমানে পাওয়ার প্লান্ট এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।