চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাফিয়া বেগম নামে এক পরিচারিকার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনুমিয়াজীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত রাফিয়া ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাঁসপাড়া এলাকার আবুল হাশেমের স্ত্রী। এদিকে পুলিশ ও পরিবারের ধারণা রাফিয়া বেগমকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা : ওসি মিজানের ১০ বছর কারাদণ্ড
নিহতের বড় ছেলে মামুনুর রশীদ বলেন, ‘আমার মা ৬ মাস ধরে ওই বাড়িতে কাজ করছেন। মা শারীরিক প্রতিবন্ধী। কেউ আমার মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা খুনিদের বিচার চাই।’
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃত আরেফুল কাদের চৌধুরীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে থাকতেন রাফিয়া বেগম। ভোরে বাড়িসংলগ্ন পুকুরের ঘাটে রাফিয়া বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, লাশের কপালে, মুখে, মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ রাফিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন করে আসামি ধরতে অভিযান চালানো হচ্ছে।