বাগেরহাটের চিতলমারীতে সুখী বেগম নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলার বারাশিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর গড়াই নদ থেকে শিক্ষকের লাশ উদ্ধার
নিহতের পরিবারের দাবি, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। নিহত সুখী বেগম (২৫) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের ওবায়দুল শেখের স্ত্রী।
নিহতের চাচা জাকির শেখ বলেন, বিয়ের পর থেকেই ওবাইদুল্লাহ ও তার পরিবার সুখীকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। এ নিয়ে কয়েকবার মারধর ও নির্যাতনও করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য সুখীকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। সুখী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আখতার জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের দাবি, সুখীকে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।