বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় দুই এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতদের দুজন বাগেরহাট সদর হাসপাতালে ও উপসর্গ নিয়ে দুজন জেলার ফকিরহাট উপজেলায় মারা যান। তাদের বয়স ৫৫ থেকে ৭৫ বছরের মধ্যে।
আরও পড়ুন: রামেকের করোনা ইউনিটে আরও ১৯ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে নতুন করে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৬৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪,৭৬১ জন। আক্রান্তদের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত বাগেরহাটে করোনায় মৃতের সংখ্য দাঁড়িয়েছে ১০২ জনে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে প্রতিদিন শনাক্তের সংখ্যা উঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ২৫১ জন।