আটক মো. শাকিল সরদার (১৯) উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের ভোজন খালী গ্রামের ইমাদুল সরদারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) একটি টহল দল বৃহস্পতিবার রাত ২টার দিকে হরিণ-ফাঁদসহ ওই শিকারিকে আটক করে।
বাগেরহাটে ২২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
জব্দকৃত হরিণ ও আটক হরিণ শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আটককৃত চোরাকারবারির মতই কিছু অসাধু ব্যক্তিরা নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা সুন্দরবনের প্রাণিজ সম্পদকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
৪২ কেজি হরিণের মাংসসহ বাগেরহাটে বাবা-ছেলে আটক
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী শিকার রোধসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।