বান্দরবান বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ফ্ল্যাট বাড়ির লিফট থেকে সাবেকুর নাহার (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়া একই সময় লিফটে আটকে থাকা নুরুল ইসলাম নামে বিশ্ববিদ্যালয়ের একজন দারোয়ানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় এ উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা এরশাদ বলেন, নিহত সাবেকুর নাহার বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ফ্ল্যাট বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। বুধবার থেকে সে নিখোঁজ ছিল বলে গৃহকর্ত্রী সাথী জানায়।
আরও পড়ুন: নেত্রকোণায় ঠিকানা বিহীন গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার!
এদিকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ওমর ফারুক রুবেল জানান, লিফটটি ফ্ল্যাট বাড়ির বাসিন্দারা ব্যবহার করতেন। বৃহস্পতিবার দুপুরে দারোয়ান লিফট চালু করলে ওপর থেকে এক কিশোরী লিফটের ওপরে পড়ে এবং তৃতীয় তলায় গিয়ে লিফটি আটকে যায়। পরে দারোয়ানের ফোন পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ জানান, দুপুরে লিফটে মানুষ আটকে আছে এমন সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ভাবে ফায়ারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। এরপর প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর দেয়াল কেটে লিফটের ওপর থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: সিলেটে শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার