বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০টি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে খাবার ও হেডম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
জনৈক ব্যক্তির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
স্থানীয়দের বরাতে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মারমা জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ও সাঙ্গু নদীর তীরবর্তী প্রত্যন্ত এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের পর সেখানে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছাতে পারেনি। এ অবস্থায় ভোরের দিকে সকল বাড়ি ঘর পুড়ে যাবার পর আগুন স্বাভাবিক নিয়মে নিভে যায়। আগুনে প্রায় ৭০টি বসতঘর, প্রাথমিক বিদ্যালয় ও ৩টি দোকান পুড়ে গেছে। বর্তমানে পাড়ার ক্ষতিগ্রস্ত লোকজন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ৫ কোটি টাকা। অগ্নিদুর্গতদের তালিকা তৈরি করে জেলা প্রশাসন ও জেলা পরিষদে পাঠানোর কাজ চলছে।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন