রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত হয়েছেন। এত আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া ফায়ার সার্ভিস জানায়, বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গিয়ে উল্টে যায়। খবর পাওয়ার পরপরই ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে নাটোর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট উদ্ধারকাজ করতে আসে। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) বারি মুনশি বলেন, এখন ঘটনাস্থলে আছি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।