সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে পড়ে নিখোঁজ বাংলাদেশি যুবকের লাশ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক সোহেল মিয়া (২৮) উপজেলার আসামপাড়া আর্দশগ্রামের শফিক মিয়ার ছেলে।
আরও পড়ুনঃ ভোগাই নদীতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
দীর্ঘ ৪৮ ঘণ্টা পর শুক্রবার দুপুর পৌনে ১ টার দিকে ভারতীয় সীমান্তের রংহংকং এলাকায় সোহেলের লাশ ভেসে উঠে।
জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এখলাছুর রহমান ও এলাকাবাসী জানান, গত বুধবার সন্ধ্যায় সোহেল বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে পড়ে নিখোঁজ ছিল।
আরও পড়ুনঃ বংশী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
উল্লেখ্য, গত ৭ জুলাই বুধবার গরুর সন্ধান করতে শ্রীপুর সীমান্তে ভারতের কাছাকাছি চলে যায় সোহেল। বিএসএফ সোহেলকে দেখে ধাওয়া করে। তখন সোহেল আত্মরক্ষার জন্য পানিতে ঝাঁপ দেয়। আর তখন থেকে সোহেল নিখোঁজ ছিল।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেলের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় বিজিবিও ছিল।