স্থানীয় এলাকাবাসীরা বারবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও পাচ্ছেন না কোন প্রতিকার।
সম্প্রতি বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া জানান, বিশ্বনাথ-জগ্নাথপুর-বাইপাস সড়কে বেশ কয়েকটি বিশাল গর্ত ইট দিয়ে ভরাট করে দিলে যানবাহন কিছুটা স্বস্তি নিয়ে চলাচল করে। কিন্তু ইদানিং ওই সড়কে নতুন করে আরও বেশ কিছু জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের কারণে ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছেনা। এ অবস্থায় তিনি দ্রুত সড়ক সংস্কার করে মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
স্থানীয় বাসিন্দা বসির আহমদ বলেন, সড়কে বড় বড় গর্ত থাকায় প্রায় সময় যানবাহন সড়কের মধ্যেই নষ্ট হয়ে যায়। এতে অন্যান্য গাড়ি চলাচলে মারাত্মকভাবে অসুবিধা হয়। বিশেষ করে জগন্নাথপুরগামী মানুষ পড়েন বিপাকে।
অটোরিকশা চালক নুর ইসলাম বলেন, সড়ক সংস্কার না হওয়ায় গাড়ি চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। সড়ক দিয়ে চলাচলের সময় যানবাহনের যন্ত্রাংশ ভেঙে যানবাহন মাঝপথে আটকে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
বিশ্বনাথ উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজামান সাংবাদিকদের বলেন, আমরা সড়কের বরাদ্দ তৈরি করছি। বরাদ্দ তৈরি করে আমরা প্রেরণ করব। আশা করছি দ্রুত সড়কের টেন্ডার হবে।