দিনাজপুরের বীরগঞ্জের ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের তুলশীপুর কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে কবরে কঙ্কাল আছে কি না তা নিশ্চিত হতে পারেননি তারা।
স্থানীয়রা জানান, গেল শুক্রবার কবর জিয়ারতের সময় প্রথমে একটি কবরের উপরে মাটি সরানো ফাঁকা অংশ দেখতে পান স্বজনরা। পরে পুরো কবরস্থানে ১১টি কবরের মাটি সরানো অংশ নজরে আসায় উপজেলা প্রশাসনকে জানান তারা।
আরও পড়ুন: বরিশালে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী জানান, কবরস্থানের কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে প্রশাসনকে জানানো হয়েছে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস ও বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত সুমন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কঙ্কাল চুরির বিষয় জানতে পেরে অনুসন্ধান চালাচ্ছেন তারা। তবে ৪ বছরের আগে দাফন করা কবরের মধ্যে কঙ্কাল রয়েছে কি না তা যাছাই করে দেখেননি তারা।