যশোরের বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও কাপড় জব্দ করার দাবি করা হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুইটি আবাসিক হোটেলে ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- ঢাকার হাজারীবাগ বটতলা মাজার এলাকার আবুল কাশেমের ছেলে মোস্তাকিন আরাফাত সালেহীন (৩২), চাঁদপুরের মতলব উপজেলার পাঁচআনি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে সেলিম হোসেন (২৯), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্বশুলতানি গ্রামের নান্নু তালুকদারের ছেলে সুমন তালুকদার (৩৬), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে এনামুল হক (৫৪), খুকরা গ্রামের কাঞ্চন আলী খানের ছেলে খবির উদ্দিন খান (৪৫), চাঁদপুর সদরের শাহাতলী এলাকার আব্দুর রব চৌধুরীর ছেলে ইসহাক চৌধুরী (৪৭), ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকার ইদু মিয়ার ছেলে তানভীর আক্তার (৪২) ও ভারতের পেট্রাপোল এলাকার ফকির চাঁদ হালদারের ছেলে সমির হালদার (৩৫)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১
জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে ভোর ৫টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র দাস ও এসআই রইচ আহমেদ বেনাপোলের বড়আঁচড়াস্থ ডায়মন্ড আবাসিক হোটেল ও নাহিদ আবাসিক হোটেলে অভিযান চালান। এ সময় দু’টি হোটেলে তল্লাশি চালিয়ে উল্লিখিত আট ব্যক্তিকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের কাছ থেকে জব্দ করা হয় অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ৫৫টি শাড়ি, ১২৫টি লেহেঙ্গা, থ্রিপিস ৫৫১টি, ১২ বান্ডিল চুড়ি ও দুই বান্ডিল ইমিটেশন গহনা। যার মূল্য ৯ লাখ ১৩ হাজার ১০০ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১: র্যাব