যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু তালেব খোকন (৪০) বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের কদম আলীর ছেলে।
আরও পড়ুন: যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
ডিবির উপউপরিদর্শক (এসআই) শফি আহমেদ রিয়েল জানান, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের চালান পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি চৌকস টিম নিয়ে মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের আবু তালেব খোকনের বাড়ির গোয়াল ঘরে অভিযান চালায়। সেখান থেকে টেপ প্যাঁচানো অবস্থায় পাঁচ পুটলায় ১০ কেজি গাঁজা উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
এসআই জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।