যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এসময় ৩০ বছরের এক যুবককে আটক করা হয়।
সোমবার ভোরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রাম থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।
আটক জহুরুল বিশ্বাস ওই গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি পুটখালী গ্রামে কামারবাড়ী মোড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই যুবককে দৌড়ে পালানোর সময় আটক করে। পরে তার দেহ তল্লাশি করলে কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি নাইন এম এম পিস্তল, ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আটক ৩ রোহিঙ্গা, অস্ত্র জব্দ
তিনি জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।