ভারতে স্বর্ণ পাচারের সময় ১৫ টি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৩৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এক কেজি ৭৪৯ গ্রাম ওজনের স্বর্ণের এ চালানটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
আটক মনিরুল পুটখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ তানভির রহমান জানান, ভারতে পাচারের সময় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ পিলার এর কাছে ইছামতি নদীর শূণ্য পাড় থেকে পাচারকারী মনিরুলকে ১৫ টি স্বর্ণের বারসহ আটক করা হয়। আটক স্বর্ণ চোরাচালানীকে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
মনিরুল জানায়, সে পুটখালী গ্রামের ইব্রাহীমের কাছ থেকে স্বর্ণের এ চালানটি গ্রহণ করে।