বেয়াইন কারিমাকে বিয়ে করতে চেয়েছিল রাজীব শেখ। কিন্তু পরিবারের অসম্মতিতে তার বন্ধু শরিফুল ইসলাম তাকে বিয়ে করে। এই ক্ষোভেই ভাড়াটে খুনি দিয়ে বন্ধুকে হত্যা করে রাজীব। মাত্র এক লাখ টাকার বিনিময়ে সহযোগীদের নিয়ে আজমত ওরফে তারেক অটো রিকশাচালক শরিফুলকে গলা কেটে হত্যা করে।
গাজীপুরে এ হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদেরই দু’জন স্বীকারোক্তিমূলক জবাববন্দিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- শ্রীপুরের বনখড়িয়া এলাকার শফিকুল ইসলাম, আফ্রিদি, হানিফ এবং মির্জাপুরের রাকিব, রাজিব শেখ ও জুয়েল রানা।
শনিবার দুপুরে নগরের নিয়ামত সড়কে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
আরও পড়ুন: জয়পুরহাটে ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
গ্রেপ্তার শফিকুল ইসলাম ও আফ্রিদির জবানবন্দির বরাত দিয়ে তিনি জানান,শরিফুলের স্ত্রী কারিমাকে বিয়ে করতে না পারার ক্ষোভেই কারিমার বিয়াই রাজিবের ভাড়াটে খুনীরা গত ৯ ডিসেম্বর শ্রীপুর উপজেলার বনখড়িয়া গ্রামের অটোচালক শরিফুলকে গলা কেটে হত্যা করে। ওই গ্রামের আজমত ওরফে তারেককে একলাখ টাকার বিনিময়ে শফিকুলকে হত্যার কন্টাক্ট দেয় রাজিব শেখ। কিলিং মিশনে মোট চারজন ছিল।
পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে দুই পরিবারের অসম্মতিতে ভাওয়াল মির্জাপুর এলাকার মেয়ে কারিমাকে বিয়ে করেন শরিফুল। তবে বিয়ের আগে থেকেই কারিমার বড় ভাইয়ের শ্যালক রাজিব তাকে পছন্দ করতেন। তাই কারিমার এই বিয়ে মেনে নিতে পারেনি তার পরিবার। এই বিরোধেই কারিমার বিয়াই রাজিবসহ তারা সবাই শরিফলকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, এক লাখ টাকার বিনিময়ে হত্যা মিশনে শরিফুলের বন্ধু আজমতকে যুক্ত করেন তারা।
আরও পড়ুন: চট্টগ্রামে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১
গত ৯ ডিসেম্বর আজমত ও তার সহযোগীরা অটোরিকশা চালক শরীফুলকে সিগারেট খাওয়ার কথা বলে বনখড়িয়া এলাকার জঙ্গলে নিয়ে যান। সেখানে প্রথমে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর তাকে গলাকেটে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।
তথ্য প্রযুক্তির সহায়তা ও তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার।
এদিকে, গ্রেপ্তার শফিক ও আফ্রিদি আদালতে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: পাওনা টাকা চাওয়ায় লালমনিরহাটে নারীকে পিটিয়ে হত্যা