শেরপুরে শ্রীবরদীতে বোরকা পরে শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে স্ত্রী ও শাশুড়িসহ তিন জনকে হত্যার ঘটনার দা-চাকুসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার খোশালপুর পুটল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মিন্টু মিয়া একই উপজেলার গেরামারা গ্রামের হাই উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: মীরসরাইয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, গেটম্যান গ্রেপ্তার
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোপূর্বে ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত বোরকাটিও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: চাকরি না পেয়ে হতাশায় যুবকের ‘আত্মহত্যা’, গ্রেপ্তার ১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মিন্টু মিয়া বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বোরকা পরে শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ ছয় জনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অপর তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।