উপজেলার দহগ্রাম সীমান্ত থেকে বৃহস্পতিবার তাদের আটক করে পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করে বিজিবি।
আরও পড়ুন: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ১৫
আটকরা হলেন কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের কার্তিক বর্মনের ছেলে তুলারাম বর্মন (২৫), ধনঞ্জয় রায়ের ছেলে অমৃত রায় (১৯), পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকার মহব্বত আলীর ছেলে শাকিল ইসলাম (২০), ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার আবুল কালামের ছেলে শামসুল (২১), একই উপজেলার রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭), মালেক মিয়ার ছেলে রিপন মিয়া (১৭), আ. তোয়াব আলীর ছেলে সোহেল রানা (২০), আব্দুল মালেকের ছেলে জাফর (২২), তৈবুর আলীর ছেলে মাসুদ রানা (১৬), মো. সোনারদির ছেলে মোহাম্মদ বিটু (২০), তরিকুল ইসলামের ছেলে আকাশ (১৫) ও জামিরুল ইসলামের ছেলে রামিম রানা (১৭)।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৮
পাটগ্রাম থানার ডিউটি অফিসার এএসআই দীপ্তি রানী জানান, সীমান্ত দিয়ে স্থানীয় শাকিল ইসলাম নামে এক দালালের মাধ্যমে ১২ জন কাজের জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি তাদের আটক করেন।
ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ১৭
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, বিজিবি ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে একটি মামলা দায়ের করেছে। তাদের মধ্যে ছয় কিশোর বাদে বাকি ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরদের সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
অবৈধভাবে পারাপার: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৯
সার্বিক পরিস্থিতি:
বিজিবি গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৮০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
অবৈধ অনুপ্রবেশকালে ঝিনাইদহ সীমান্তে আটক ৯
এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৩১ চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৯২ বাংলাদেশি ও নয় ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।