কিশোরগঞ্জের ভৈরবে ছুরিকাঘাতে হারুন-উর রশিদ নামে এক কাপড় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১৭ নভেম্বর) রাত ৯টায় ভৈরবের সন্তুপুর রেলক্রসিং সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হারুন-উর রশিদ (৩৫) উপজেলার সন্তুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।
আরও পড়ুন: পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টায় ব্যবসায়ী হারুন সন্তুপুর রেল ক্রসিংয়ের কাছের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তার এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে পকেট থেকে ছুরি বের করে হারুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জসীম উদ্দিন মাদকাসক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, নিহতের বুকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।