ভোলার মেঘনা নদীতে তীব্র ঢেউয়ের কবলে পড়ে এম. ভি বনশ্রী-২ নামের একটি পাথর বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার দুপুরে সদর উপজেলার মেঘনার ইলিশা রামদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া জাহাজের চালকসহ চার শ্রমিককে জেলে ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘীরপাড় এলাকায়।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাথরবোঝাই জাহাজ ডুবি
কার্গোর মালিক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, গত শনিবার সিলেট থেকে আট হাজার ঘনফুট পাথর নিয়ে তার বলগেটটি বরিশালের উদ্দেশ্য রওয়ানা করে। সোমবার দুপুরে ভোলার রামদাসপুরে মেঘনায় পৌঁছালে তীব্র স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। এ সময় তিনি, চালক এবং তিন শ্রমিক উজ্জল, শফিক ও রাব্বী জেলে ট্রলারের সহায়তায় প্রাণে বেঁচে যান।
আরও পড়ুন: চট্টগ্রামে জাহাজ ডুবি: ১৪ নাবিক জীবিত উদ্ধার
ভোলা ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, উদ্ধার করা বলগেটের শ্রমিকসহ মাঝি- মাল্লারা সুস্থ ও নিরাপদে আছে। ডুবে যাওয়া বলগেটটি চিহ্নিত করার চেস্টা চলছে।