ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হাতে হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: আ. লীগ নেতা গ্রেপ্তার
এছাড়া লালমোহন উপজেলার মেঘনায় পৃথক অভিযানে ৫৩ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে কারাদণ্ড, ৩৩ জনকে জরিমানা করা হয়। এসময় ৩৫ হাজার মিটার জাল ও ১০টি ট্রলার জব্দ করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, মা ইলিশ রক্ষা অভিযানে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলাল ও একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এসময় দুটি নৌকা জব্দ করা হয়। এসময় ২৫ জন জেলে পালিয়ে গেলেও শাকিল নামে এক জেলেকে আটক করেছে পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, আটক জেলে শাকিলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় মৎস কর্মকর্তা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে মা ইলিশ রক্ষা অভিযানে লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৫২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
রবিবার (২৭ অক্টোবর) রাতে থেকে সোমবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত সর্বমোট পাঁচটি অভিযানে এদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জেলেকে কারাদণ্ড, বাকিদের জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত। বিপুল পরিমান জাল, নৌকা ও মাছ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৫২ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৯ জেলেকে ৫ দিন করে বিনাশ্রমে কারাদণ্ড, ৩৩ জনকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ও ১০ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এসময় ৩৫ হজার মিটার জাল, ৮টি নৌকা ও ৭০ কেজি মাছ জব্দ করা হয়।
আরও পড়ুন: ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার