আরও পড়ুন: চতুর্থ ধাপে পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে
আহতদের মধ্যেসুমাইয়া, সাদিয়া, মিতু, ইয়ানুর, মুসা, মানছুর, মহসিন, মাইনুল, মেহেদি, আবেদ তালুকদার, মিজি, মাকসুদ, জলিল, আলআমিন, সজিব, সাদেক, নুরউদ্দিনের নাম জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আবদ তালুকদারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার স্বজনরা।
আরও পড়ুন:পৌর নির্বাচন: পঞ্চম দফার জন্য আ’লীগের প্রার্থী চূড়ান্ত
স্থানীয়রা জানান, ভোলা পৌর ৪নং ওয়াডের্র আলীয়া মাদরাসা সড়কে আসাদ হোসেন জুম্মানের প্রচারণা চলছিল। এ সময় তার প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের নেতা-কর্মীদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু এবং ককটেল বিস্ফোরণ করা হয়। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:সংঘর্ষ, অনিয়ম, বর্জনে ৩য় ধাপের পৌর নির্বাচন সম্পন্ন
কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান অভিযোগ, তার নির্বাচনী অফিস ও কর্মীদের বাড়িতে কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে।
আরও পড়ুন:পৌর নির্বাচন: সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে বিজয়ী কাউন্সিলর প্রার্থী নিহত
অপর কাউন্সিলর প্রার্থী শওকত হেসেন অভিযোগ করেন, তার কর্মী ও সমর্থকদের বাসা বাড়িতে কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মানের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে।
আরও পড়ুন:পৌর নির্বাচন: শৈলকুপায় ২ মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।