ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
সোমবার (২৭ মার্চ ২০২৩) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুন: ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে: মেয়র আতিক
জানা যায়, সোমবার সকালে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পাওয়ার অল্পসময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিনশেড ঘর পুড়ে গেছে।
উত্তর সিটির মেয়র আতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।
এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেরও নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: রমজানে বাজার কঠোর মনিটরিং করবে ডিএনসিসি: মেয়র আতিক
পরিবেশ রক্ষায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানকেই দায়িত্ব নিতে হবে: মেয়র আতিক