ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিল বহনের অভিযোগে জিয়া হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে ওই উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়া (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, কানাইডাঙ্গা গ্রামে মাদক বেচা-কেনা সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তার আসামির কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে মামলা করে জিয়াকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।