মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারেজ মণ্ডল ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য চাঁদ আলী গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামের ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।
এসময় আগ্নেয়াস্ত্রসহ সুমন শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মিল্টন লস্কর (৩৩), ফয়জুল হক সাগর, (৩২) ও আটক সুমন শেখ (২৫)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাক্টর-নসিমন সংঘর্ষ, নিহত ১
স্থানীয়রা জানায়, ছোনগাছা গ্রামের সুমন নামের এক যুবক একটি পিস্তল বের করে হারেজ মণ্ডলের ছেলে মিজান মণ্ডলের ওপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় অস্ত্রধারী সুমনের সঙ্গে থাকা এনামুল শেখ দৌড়ে পালিয়ে যান। তিনি তাদের পক্ষের লোকজনকে খবর দিলে খামারপাড়া গ্রামের মিল্টন লস্কর, ফয়জুল হক সাগর ও সুমন মোটরসাইকেলে চড়ে বিষয়টি দেখতে যান। এসময় ‘চেয়ারম্যান কুটি মিয়ার সমর্থক’ বলেই মিল্টন ও সাগরকে চাঁদ আলী গ্রুপের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় সুমন দৌড়ে পালিয়ে যায়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে হারেজ মণ্ডল গ্রুপ ও চাঁদ আলী গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে হারেজ মণ্ডল গ্রুপের লোকজন চাঁদ আলী গ্রুপের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিন আলম জানান, দীর্ঘদিন ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জের ধরে চাঁদ আলী মেম্বারের সমর্থক ও সামাজিক মাতবর হারেজ মণ্ডলের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পরিস্থিত নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত