মাগুরার শ্রীপুর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উপজেলায় গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর গ্রামে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- জাহিদ, এরশাদ, জানু, আবেদ আলী, নাছির, জিল্লু, মাহাবুল, আনোয়ার, অনিক, ঠান্ডু, রোকনুজ্জামান, আশরাফ, জাহাঙ্গীর, দেলবার মন্ডল ও সিরাজসহ অন্তত ২০ জন গ্রামবাসী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে যুবকের মৃত্যু
আটকরা হলেন- সোহাগ মন্ডল, আতর আলী, মোমিন, আবেদ আলী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছাবিনগর মাঠে স্থানীয় বাসিন্দা আলমগীরের সঙ্গে আরেক বাসিন্দা হারুনের স্যালোমেশিন কেন্দ্রিক বাকবিতণ্ডা হয়। এরপর আলমগীরের ছেলে রিফাত লোকজন নিয়ে হারুন বিশ্বাসের বাড়ি-ঘরে হামলা করে। এরপরই হান্নান মেম্বারের নেতৃত্বে লোকবল নিয়ে প্রতিপক্ষের লোকজনদের বাড়িঘরে ভাঙচুর করে। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম বলেন, সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০ জন গ্রামবাসী মারাত্মক আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপক ভাঙচুর করা হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের মাগুরা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় এবং ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাটের সম্ভাবনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: হবিগঞ্জে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩