মাগুরায় চারতলা ভবনে সিঁড়ি বেয়ে নামার সময় পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান।
নিহত মো. আবু সালেহ ফয়সাল (২৩) পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার আকনবাড়ি উত্তর বালিপাড়া এলাকার সরোয়ার হোসেনের ছেলে।
আবু সালেহ পিটিআই একাডেমি ভবন কাম প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ করার জন্য গত ১৪ এপ্রিল মাগুরাতে আসেন।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নির্মাণ কাজের ফোরম্যান নাজমুল হাসান জানান, আবু সালেহ সকাল থেকে ওই ভবনের চারতলায় রড বাধার কাজ করছিলেন। চারতলা থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আহত হলে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবু সালেহের সঙ্গে কর্মরত অন্য শ্রমিকরা বলেন, সকালে ভাত না খেয়ে অল্প খাবার ও দুপুরে না খেয়ে রোদে চারতলা বিল্ডিংয়ের কাজ করায় অনেকটা ক্লান্ত ছিলেন তিনি। দুপুরে চারতলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান।
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুহাম্মদ এহসানুল হক মাসুম বলেন, হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি পরীক্ষা ছাড়া বলা সম্ভব হচ্ছে না।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজম বিশ্বাস জানান, এটি দুর্ঘটনা না কি এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। মাগুরা থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: উলিপুরে ডায়রিয়ায় কিশোরের মৃত্যু