ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে এক রিহ্যাব কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জেলা শহরের কাজিপাড়ায় ধোপাবাড়ি মোড় এলাকায় রবিবার সন্ধ্যায় এই ঘটনায় রাশেদ নামের আরও এক যুবক গুরুতর আহত হন।
নিহত রাজিব পাল (৩৫) নারায়ণগঞ্জ জেলার কেটি পালের ছেলে।
হতাহতরা জেলা শহরের প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার নামের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মরত ছিলেন।
আরও পড়ুন:স্বামীর মৃত্যু শোকে ডাক্তার-নার্সদের ছুরিকাঘাতের চেষ্টা
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, জেলা শহরের কাজিপাড়ার সানু মিয়ার ছেলে মাদকাসক্ত রনির অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ। রনিকে সুস্থ করে তুলতে মাদক নিরাময় কেন্দ্র প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে যোগাযোগ করে তার পরিবারের সদস্যরা।
রবিবার সন্ধ্যায় মাদক নিরাময় কেন্দ্রে লোকজন রনিকে ধরে চিকিৎসার জন্য নিয়ে যেতে আসলে তিনি ঘরের দরজা বন্ধ করে রাখে। একপর্যায়ে রনি দরজা খুলে মাদক নিরাময় কেন্দ্রের সদস্যদের ওপর ছুরি নিয়ে হামলা করে। এতে নিরাময় কেন্দ্রের রাজিব পাল ও রাসেদ নামে দুই জন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিব পালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাশেদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: মাগুরায় গেম খেলা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।