মাদারীপুরে আধিপত্য বিস্তার ও শ্রমিক দলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পুরান বাজার কাটপট্টি ব্রিজ সংলগ্ন নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল মুন্সি সদর উপজেলা শ্রমিক দলের নেতা ও মোফাজ্জল মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও শ্রমিক দলের নতুন কমিটি গঠন নিয়ে সংঘর্ষে শাকিল মুন্সি নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।
আরও পড়ুন: ঢাকার বিকল্প রাজধানী সম্ভব?
পরে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে বিএনপি শহরে একটি মিছিল বের করে।
মাদারীপুর পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘শাকিল মুন্সী নামে একজন খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’