দেশব্যাপী নিজস্ব কর্ম এলাকায় ৪৪৫টি শাখার মাধ্যমে বিনামূল্যে প্রায় ৫ লাখ মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে শক্তি ফাউন্ডেশন। জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধানের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে শক্তি ফাউন্ডেশনের ৩ হাজারেরও বেশি কর্মী স্বতস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শক্তি ফাউন্ডেশন করোনা মহামারির শুরু থেকেই করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে আসছে। এছাড়াও সংক্রমণের বিস্তার রোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শক্তি ফাউন্ডেশন বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঢাকা শহরের ছয়টি জনসমাগমপূর্ণ স্থানে এক মাসব্যাপী মাস্ক বিতরণ এবং জনসচেতনতা কর্মসূচি ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ বাস্তবায়ন করছে। এই কর্মসূচিতে শক্তি ফাউন্ডেশন, ইয়ং বাংলা ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন। এ উদ্যোগে শহরভিত্তিক জনসাধারণের আচরণগত পরিবর্তন নিয়ে গবেষণা করছেন ইয়েল বিশ্ববিদ্যালয়, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) ও ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ) এবং অর্থায়ন করছে সিটি ফাউন্ডেশন এবং ফুডপান্ডা বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় আজ (১১ সেপ্টেম্বর) শক্তি ফাউন্ডেশন নর্ম মডেলের ভিত্তিতে দেশব্যাপী এ উদ্যোগ গ্রহণ করে।
শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ বলেন, ‘দেশব্যাপী এ উদ্যোগ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে এবং করোনা সংক্রমণ রোধ করে জনজীবন ও অর্থনীতিকে স্বাভাবিক করে তুলতে সহায়তা করবে।’
আরও পড়ুন: করোনা: মৃত্যু ৪৮, শনাক্ত ১৩২৭