বরগুনায় মায়ের কাছে চিঠি লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী (১৪)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আটক জামাল হোসেন ওই এলাকার আবুল বাশারের ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কলেজ রোডের ভাড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ রাজধানীতে ভিডিও কলে এসে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
নিহতের মা জানিয়েছেন, জামাল হোসেনের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তার কিশোরী মেয়েকে উত্যক্ত করতো। একাধিকবার তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করেছে। গত কয়েকদিন ধরে তার মেয়ে ও জামালকে জড়িয়ে প্রতিবেশিরা অনৈতিক সম্পর্কের কথা বলাবলি করলে রবিবার রাতে নিহতের মা বাসার মালিক আবুল বাশারকে ফোন করে তার ছেলের ব্যাপারে জানান। এসময় আবুল বাশার গ্রামের বাড়ি থেকে এসে জামালকে শাসন করবে বলে আশ্বস্ত করেছিল।
আরও পড়ুনঃ বিয়ের সাতদিনের মাথায় আত্মহত্যা
এই ঘটনাকে কেন্দ্র করে কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
আত্মহত্যার আগে মেয়েটি তার মায়ের কাছে একটি চিঠি লিখে রেখে গেছে। তাতে লেখা রয়েছে- ‘মা, আমার নামে তারা যে বদনাম উঠিয়েছে তাতে আমি এ পৃথিবীতে থাকতে পারছি না। আমি একটা খারাপ মেয়ে। আমি নাকি খুব খারাপ। মা তুমি ভালো থেকো। আমাকে কেউ বিশ্বাস করে না। কেউ না তুমি ছাড়া। ইতি তোমার সামিরা।’
আরও পড়ুনঃ স্মার্ট ফোন কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তারিকুল ইসলাম বলেন, ‘আটক জামালকে তারা জিজ্ঞাসাবাদ করছেন। কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তার আত্মহত্যার জন্য জামাল দায়ী হলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’