কারফিউ চলাকালে রাতের আঁধারে মুন্সীগঞ্জের খালইস্টের সুইপার কলোনির কাছে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত সোয়া ১১টার দিকে এসব ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় তল্লাশি চালায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতার প্রাইভেটকারে ককটেল হামলা, আহত ২
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, কারফিউ চলাকালে মুন্সীগঞ্জের খালইস্টের সুইপার কলোনির কাছে রাত সোয়া ১১টার দিকে ৮ থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে উঠে আশপাশের এলাকার মানুষ।
এলাকাটির অবসরপ্রাপ্ত সরকারি এক কর্মকর্তা বলেন, কারফিউ চলা অবস্থায় পুরো জেলাই শান্ত ছিল। তবে এই জেলায় আতঙ্কের তকমা দিতে কারা এই ঘটনা ঘটালো, তাদের আইনের আওতায় আনা দরকার।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে।
আরও পড়ুন: বগুড়ায় কোটা সংস্কারপন্থীদের মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ১০