মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে পঞ্চসার মৌজার অধিগ্রহণকৃত বিভাগীয় অফিস ভবন নির্মাণের ভূমি থেকে অবৈধ দখলদার স্থাপনা, বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৫ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।
এস্টেট ও আইন কর্মকর্তা (সওজ) যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান ফারুকী ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে বিভাগীয় অফিস ভবনের সাড়ে ১৫ শতাংশ জমি উদ্ধার ছাড়াও মুক্তারপুর এবং মুক্তারপুর পেট্রোল পাম্পের আশপাশ এলাকার বহু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
অভিযানের উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদ ও মুন্সীগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুর রহমান প্রমুখ।
সকাল থেকে শুরু হওয়া অভিযানে বিপুল পরিমাণ পুলিশ অংশ নেয়।