মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে গিয়ে নিখোঁজ এক ক্রু সদস্যের লাশ শনিবার উদ্ধার করা হয়েছে।
নিহত লস্কর মোতালেব (৫৫) ভোলা জেলার বাসিন্দা।
বুধবার বেলা ১১টার দিকে বরিশালগামী ‘এমভি সুরভী-৭‘লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জের উপকূলে ছয়জন ক্রুসহ মাকাম-৩ নামের জাহাজটি নদীতে ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজ থেকে বের হতে পারেনি লস্কর। তবে অন্য পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ ভাইবোনের মৃত্যু
কলাগাছিয়া নদী পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক জানান, শুক্রবার পর্যন্ত কোস্টগার্ড, রিভার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে লস্করকে খুঁজে পায়নি। পরে শনিবার বাল্কহেডটি পানির নীচ থেকে টেনে তোলা হলে এর ভেতর থেকে মোতালেবের লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে এমভি সুরভি-৭ লঞ্চের মালিকরা এ ঘটনায় মামলা করেছেন। এ ঘটনায় বালু বোঝাই জাহাজের সবুজ (৩২), মো. আকতার (১৮), আব্দুল খালেক (৬৫), ইমরান (২০)কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মো. হৃদয় (১৮) পলাতক রয়েছে বলে জানান পরিদর্শক জহিরুল হক।