কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে দুই ছাত্রনেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও তিনজন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলীর মোহাম্মদ ওসমানের ছেলে ও কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কফিল উদ্দীন রিফাত (২১) এবং কলাতলীর জালালের ছেলে ও শহরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফ চৌধুরী (২০)।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২১
এই ঘটনায় গুরুতর আহত তিন জনের মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন। নিহত ও আহতরা ঈদুল আজহার ছুটিতে বন্ধুরা মিলে মোটরসাইকেল নিয়ে মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে গিয়েছিলেন বলে জানা গেছে।
কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের হিমছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীর পাঁচ জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক রিফাত ও আসিফকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নওশাদ বলেন, হাসপাতালে আনার আগেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। আহত তিন জনে মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।