রাজশাহীর দুর্গাপুর থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিসমত হোজা গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গোলাম রাব্বানী (১৮) ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে। মোটরসাইকেল কিনে না দেয়ায় সে আত্মহত্যা করেছে ইউপি সদস্য শরিফুল ইসলাম জানিয়েছেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে আত্মহত্যা চেষ্টাকারী কিশোরীকে উদ্ধার করল পুলিশ
পরিবারের বরাত দিয়ে শরিফুল ইসলাম জানান, গোলাম রাব্বানী পানানগর দ্বিমুখি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার ফলাফলের পর থেকেই তার বাবা মায়ের কাছে বায়না ধরে মোটরসাইকেল কিনে দেয়ার। গত শনিবার মোটরসাইকেল কিনে দেয়ার আবারও বায়না ধরে তার বাবা-মায়ের কাছে। সেই বায়নায় তার বাবা-মা সমর্থন না জানালে অভিমান করে থাকে রাব্বানী।
শনিবার রাতের কোনো এক সময় সবার অজান্তে তার কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাব্বানী। রবিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে তার পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় পায়।
আরও পড়ুন: ফাঁসির দড়ি নিয়ে গাছের ডালে, ৯৯৯-এ কলে উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মোটরসাইকেল কেনাকে কেন্দ্র করেই অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে রাব্বানী। তবে তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।