উপজেলার ইছালী ইউনিয়নের ইনায়েতপুর গ্রামে রবিবার দিবাগত রাতে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম (১৬) ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে ও হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত সোহান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
নিহতের স্বজনরা জানায়, রবিবার রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি মাঠে বসে রাকিবুল ও তার বন্ধু সোহানসহ সমবয়সী আরও কয়েকজন মিলে মোবাইলে গেমস খেলছিল। গেমস খেলাকে কেন্দ্র করে রাকিবুল ও সোহানের মধ্যে তর্কবিতর্ক হয়। এসময় সোহান তার কাছে থাকা ছুরি দিয়ে রাকিবুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রাকিবুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, রাকিবুলের পেটে ও হাতে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহানকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।