ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারের ভেঙে যাওয়া বাঁধ মেরামত করার সময় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার পাগলা থানা এলাকার লংগাইর ইউনিয়নের সতেরোবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সোহেল মণ্ডল (৪০) ও আকবর আলী মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (৩২)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবল বর্ষণে মাছের খামার তলিয়ে যাচ্ছে দেখে সোহেল মণ্ডল ও রাজিব মণ্ডল পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যান। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ১