যশোরের চৌগাছায় এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের হাসানুর রহমানের ছেলে নিহতের স্বামী হাফেজ জুয়েল রানা ইমরান (২৩) ও শাশুড়ি বিলকিস বেগম।
নিহত সুরাইয়া আক্তার আয়েশা (১৯) যশোর সদর উপজেলার দিয়াপড়া গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।
আরও পড়ুন: সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
নিহত সুরাইয়ার মা কুলসুম বেগম জানান, এক বছর আগে তার মেয়ের বিয়ে হয় হাফেজ জুয়েল রানা ইমরানের সাথে। বিয়ের পর থেকেই স্বামীর সাথে পারিবারিক কলহ লেগেই থাকত। রবিবার ইফতারের ১০ মিনিট আগেও মেয়ের সাথে তার মোবাইল ফোনে কথা হয়। তখন মেয়ে তাকে জানায় জামাই বাড়িতে আসলে তার সাথে কথা বলিয়ে দেবে বলে ফোন রেখে দেয়। এরপর প্রতিবেশিদের কাছ থেকে সংবাদ পেয়ে তারা রাত সাড়ে তিনটার দিকে সেখানে পৌঁছান।
আরও পড়ুন: খুলনায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, হাফেজ জুয়েল রানা ইমরান সুরাইয়াকে হত্যার পর ঘরের বাইরে বেরিয়ে এসে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে চিৎকার করে লোকজনকে ডাকতে থাকেন। ঘরে গিয়ে সুরাইয়ার লাশ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী হাফেজ জুয়েল রানা ইমরান ও তার মা বিলকিস বেগমকে আটক করে।
আরও পড়ুন: সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে খুনের মামলায় চার্জশিট দাখিল
ওসি জানান, লাশ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।