যশোরের ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে মাটিবোঝাই ট্রাকের চাপায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হামিদুল ইসলাম ও একই উপজেলার বসতপুর গ্রামের প্রান্ত রায়।
আরও পড়ুন: সুনামগঞ্জে অটোরিকশা খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৭
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় সাইকেলে করে ভাঙারি সংগ্রহ করতে বের হয়। এ সময় সকাল সাড়ে ৭টার দিকে ঝিকরগাছার বাঁকড়া গ্রামের খোরদো বাঁকড়া রোডে ইমান আলী মুন্সীর বাড়ির সামনে ইটভাটার মাটিবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন।
অপর দিকে সকাল সাড়ে ৮টার দিকে ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুলের সামনে ইটভাটার মাটিবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী প্রান্ত রায় নিহত হয়েছেন। প্রান্ত রায় বাঁকড়া বাজারে স্বর্ণকারের কাজ করতেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।