যশোর বেনাপোল মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছেন।
রবিবার (২৭ জুন) দুপুর সোয়া ১২ দিকে যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের ধোপাখোলা নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের বায়জিদ থানা এলাকার ইকবাল চৌধুরীর ছেলে সাদমান(২৭), ইসমাইলের ছেলে নাইম (৩৫), বাদশার ছেলে সৈয়দ (৪৫) ও একই এলাকার জহির আহম্মেদের ছেলে শাহাবুদ্দিন।
এ ঘটনায় চট্টগ্রামের রাজাখান চাইবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে আলী নেওয়াজকে (৪০) গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় দুই আনসার সদস্য নিহত
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামে থেকে গরু কেনার উদ্দেশে একটি প্রাইভেটকারে করে পাঁচ জন বেনাপোলে দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১২ দিকে যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কে ধোপাখোলা নিমতলা পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরমুখী একটি ট্রাকের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হয় ও অপর একজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নাভারণ হাইওয়ে থানার এসআই মো. ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে নাভারণ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি জব্দ করতে পারেনি পুলিশ।