এর মধ্যে যশোর সদর উপজেলার ৫ জন, চৌগাছায় ৩, বাঘারপাড়ায় ১, মণিরামপুরে ১ ও কেশবপুরে ১০ জন রয়েছেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, সোমবার পর্যন্ত যশোরে মোট ২৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, যশোর সদরে সুস্থ হওয়া ৫ জন যশোর বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা হলেন-সাংবাদিক সিদ্দিকুর রহমান (৬২) , জাহাঙ্গীর হোসেন (২৬), শারমিন রহমান (৫০), নুর আলম (৫৬) ও শামসুর রহমান (৬০)।
এছাড়া চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা হাফিজা পারভীন (৪৭), সেবিকা শিমুল আক্তার (২৭) ও পৌরসভার মডেল পাড়ার রোকেয়া বেগম (৪৭), বাঘারপাড়া উপজেলার আব্দুল মান্নান (২৫), মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের রবিউল ইসলাম (২৮), কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ্ত চৌধুরী (২৭), ডা. জাহিদুর রহমান (২৮) , উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জিত কুমার বিশ্বাস (২৯), স্বাস্থ্যকর্মী আশিকুর রহমান (২৮), আমিনুল ইসলাম (২৭), ওয়াহেদুজ্জামান (৩০), নাজমুল করিম (২৯), সাধারণ রোগী মুনছুর আলী (৩৫), ফিরোজ আহমেদ (৩৫) ও বকুল বেগম (২৭) সুস্থ হয়েছেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, গত ২৫, ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে সুস্থ হওয়া মোট ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর ২য় ও ৩য় পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি জানান, গত ২৬ এপ্রিল হাসপাতালের সেবিকা হাফিজা ও শিমুল আক্তারের করোনা শনাক্ত হয়েছিল। পরেরদিন রোগী রোকেয়ারও করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, ২০ জন করোনামুক্ত হওয়ার পর তাদের মেডিকেল ছাড়পত্র দেয়া হয়েছে। যশোরের করোনা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। জেলায় মোট ২৪ জন করোনামুক্ত হলেন। সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন আরও ৪৯ জন।