যশোরের বাঘারপাড়ায় ভ্যানে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুজ্জামান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে বাঘারপাড়ার আয়াপুর গ্রামে দুর্ঘটনাটি ঘাটে।
আরিফুজ্জামান বলরামপুরের পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনিরের ছেলে এবং চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত
আহতরা হলেন- বলরামপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে সিনফা (১৩), নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে ফয়সাল (২৪) ও একই গ্রামের আলমাস মোল্লার ছেলে গালিব হোসেন (২২)।
এদের মধ্যে সিনফার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন।
এসআই মনির ও এলাকাবাসী জানান, প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হন চারজন। তাদের মধ্যে তিনজনকে যশোর জেনারেল হাসপাতাল এবং চালককে ভর্তি করা হয়েছে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
হাসপাতালের চিকিৎসক জুবায়ের বলেন, আরিফুজ্জামানকে সকালে মৃত অবস্থায় আনা হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ নিহত ৮