বৃহস্পতিবার পৃথক তিনটি অভিযান চালিয়ে যশোরের বিভিন্ন এলাকা থেকে মাদক ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। এই সময় আট ভারতীয় নাগরিকসহ ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল জেলার চুড়িপোট্টি এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদসহ ছয় জনকে আটক করে।
আরও পড়ুন: এসএসসি প্রশ্নপত্র ফাঁস: প্রধান শিক্ষকসহ আটক ৩
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম নজিউর রহমানের মতে, আটক ছয় জনের সবাই ভারতীয় নাগরিক।
অপর এক ঘটনায়, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল জেলার আশ্রম মোড় এলাকায় অভিযান চালিয়ে একই দিনে আড়াই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ বোতল দেশি ও নয় বোতল ভারতীয় মদসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে।
আরও পড়ুন: মানববন্ধনে যোগ দিতে ঢাকায় আসার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক
এদিকে, যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জেলার বারান্দিপাড়া ঢাকা ব্রিজ এলাকা থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ স্থানীয় এক যুবককে আটক করেছে তারা।
আরও পড়ুন: সিলেটে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
এ ঘটনায় যশোরের কোতোয়ালি থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। পরে আদালতের নির্দেশে আটকদের কারাগারে পাঠানো হয়।