যশোরের শার্শায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪মার্চ) বিকালে ঘটনাটি ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক (৪৫) মাইক্রোবাসের চালক ও খুলনার বয়রা এলাকার গোলাম রসুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল থেকে মাইক্রোবাস চালিয়ে যশোরের দিকে আসছিলেন আবু বক্কর সিদ্দিক। বিকাল পৌনে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা তেল পাম্পের সামনে পৌঁছালে বেনাপোলগামী একটি ট্রাক সামনে থেকে মাইক্রোবাসটিকে আঘাত করে। এতে মাইক্রোবাসের চালক আবু বক্কর সিদ্দিক আহত হন।
আরও পড়ুন: পাবনায় করিমন চাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আবু বক্কর সিদ্দিককে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাক চালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
তিনি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনার হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন আহত